মিলন, কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত এমপি প্রার্থী ও খোকসা উপজেলা সভাপতি আলহাজ্ব মোঃ আনোয়ার খান নির্বাচনী মাঠে ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। হাতপাখা প্রতীকের এ প্রার্থী জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ ও দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন।
এরই ধারাবাহিকতায় গতকাল শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে বারোটার দিকে খোকসা উপজেলা থেকে হাজারো নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে তিনি কুষ্টিয়ায় অনুষ্ঠিত এক গণসমাবেশে যোগ দেন।
সমাবেশে বক্তারা বলেন, ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীক আজ মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছে। তারা দাবি করেন, ন্যায় ও আদর্শভিত্তিক নেতৃত্বের জন্য এ এলাকার মানুষ আনোয়ার খানের পাশে রয়েছে।
গণসমাবেশে আলহাজ্ব আনোয়ার খান তাঁর বক্তব্যে বলেন, জনগণের দোয়া ও সমর্থন নিয়েই তিনি এলাকায় পরিবর্তনের রাজনীতি প্রতিষ্ঠা করতে চান।