কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার খোকসায় বিশেষ ওয়ারেন্ট তামিল ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে খোকসা থানা পুলিশ। এ সময় সিআর ওয়ারেন্টভুক্ত দুই আসামীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—খোকসা পাইকপাড়া মির্জাপুর গ্রামের ময়ান মন্ডলের ছেলে মানিক মন্ডল এবং একই গ্রামের মনছের শেখের ছেলে মোঃ মুক্তার হোসেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর ২০২৫) খোকসা থানা এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। অভিযানের অংশ হিসেবে উল্লিখিত দুই আসামীকে গ্রেফতার করে পরবর্তীতে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, আইনশৃঙ্খলা রক্ষায় নিয়মিত ওয়ারেন্ট তামিল, মাদক ও অপরাধ দমন অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের কার্যক্রম আরও জোরদার করা হবে।