৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | শুক্রবার

বিরিয়ানির গন্ধে কি আর শিশুদের আটকে রাখা যায়!

রাজবাড়ী ভয়েস ডট কম : কুষ্টিয়ার খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শো-ডাউন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহম্মেদ রুমীর অনুসারী রিপন হোসেনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিরিয়ানির ভূড়িভোজ ছিলো মূল আকর্ষণ।

বিদ্যালয়ের ভেতরে আগের দিন রাতে দুটি গরু জবাই করে প্রায় ৭ মণ মাংস ও ৮ মণ চাল দিয়ে ৫০টি সসপ্যানে বিরিয়ানি রান্না শুরু হয়। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সেই রান্না ও ভোজ চলে। আয়োজকরা উপজেলা ও পৌর বিএনপির ব্যানার ব্যবহার করলেও উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন খান জানান, রিপন হোসেন বিএনপির কেউ নন এবং এ আয়োজনের দায়ভারও দল নেয়নি।

বিদ্যালয় কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, অনুষ্ঠানের দিন দশম শ্রেণির শতাধিক শিক্ষার্থীর প্রথম সাময়িক পরীক্ষা চলছিল। কিন্তু রান্নার সুবাসে শিক্ষার্থীরা বারবার ক্লাস ছেড়ে দৌড়ে চলে যাচ্ছিল বাবুর্চির কাছে। এক শিক্ষক আনিসুর রহমান বলেন, “বিরিয়ানির গন্ধে ছাত্রদের কী আর আটকে রাখা যায়, ওরা বারবার ছুটে আসে।”

একাধিক শিক্ষক অভিযোগ করেন, পরীক্ষার সময় শিশুদের শ্রেণিকক্ষের পাশে রান্নার আয়োজন করায় পাঠদান ব্যাহত হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কিছু অভিভাবকও অভিযোগ করে বলেন, স্কুলের দুটি মাঠ দীর্ঘদিন ধরে রাজনৈতিক নেতাদের নিয়ন্ত্রণে। ফলে শিক্ষা কার্যক্রম ক্ষতিগ্রস্ত হচ্ছে, যা শিশুদের মানসিক প্রভাব ফেলছে।

এ বিষয়ে আয়োজক রিপন হোসেন স্বীকার করে বলেন, তার অভিজ্ঞতা কম থাকায় স্কুলের পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি এর জন্য দুঃখ প্রকাশ করেন।

স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহিদুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি প্রদীপ্ত রায় দীপন জানান, আয়োজকরা তাকে ভুল বুঝিয়ে অনুমতি নিয়েছে। ভূড়িভোজের বিষয়ে প্রধান শিক্ষক তাকে অবহিত করেননি।

Scroll to Top