৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | শুক্রবার

এসএমই আসুক প্রান্তিক থেকে প্রাণকেন্দ্রে

বাংলাদেশের প্রত্যন্ত কোনো গ্রামে একটি ছোট কারখানা, যেখানে কয়েকজন নারী প্রতিদিন নিজ হাতে তৈরি করছেন পাটের ব্যাগ। শহরের এক গলিতে তরুণ এক উদ্যোক্তা তার ক্ষুদ্র কফিশপে বানাচ্ছেন নতুন স্বাদের পানীয়। মফস্বলের কোনো এক কিশোরী তার ছোট্ট টেইলরিং শপে বসে ভবিষ্যতে কোনো একদিন নিজের একটা বুটিক ব্র্যান্ড বানানোর স্বপ্নে নোটখাতায় এঁকে চলেছেন নতুন সব ডিজাইন। এমন হাজারো স্বপ্ন, হাজারো ক্ষুদ্র উদ্যোগই বাংলাদেশকে এগিয়ে নিচ্ছে নীরবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এ স্বপ্নগুলো টিকিয়ে রাখার জন্য আমাদের করণীয় কী?

আজ বিশ্ব এসএমই দিবসে আমরা যখন ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প খাতের সম্ভাবনা নিয়ে কথা বলছি, তখন এসব উদ্যোগের টিকে থাকা এবং লাভজনকভাবে এগিয়ে যাওয়ার জন্য আমাদের কেমন সহযোগিতা প্রয়োজন, তা নতুন করে ভাবার সময় এসেছে।

Scroll to Top