রাজবাড়ী ভয়েস ডট কম : কুষ্টিয়ার খোকসা থানা পুলিশের বিশেষ অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আবুল কালাম ওরফে কালু (৫৫) গ্রেফতার হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৯ আগস্ট) রাত ১২টা ৪৫ মিনিটের দিকে খোকসা থানার বনগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আবুল কালাম কালু খোকসা থানার মামলা নং-০৪/৮৬, তারিখ ২২ জুলাই ২০২৫, ধারা ৩৯৫/৩৯৭ পেনাল কোডের আসামি। এছাড়া পাবনা জেলার বেড়া থানার একটি হত্যা ও চাঁদাবাজি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হলেও বর্তমানে জামিনে ছিলেন।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে বিস্ফোরক আইন, বিশেষ ক্ষমতা আইন এবং মারামারি সহ মোট ১০টি মামলা রয়েছে।
গ্রেফতারের পর আবুল কালাম কালুকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।