২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শুক্রবার

খোকসা সরকারি কলেজে ৭০ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।। সাবেক অধ্যক্ষকে রুমে তালাবদ্ধ

মিলন (খোকসা) কুষ্টিয়া: কুষ্টিয়ার খোকসা সরকারি কলেজে প্রায় ৭০ থেকে ৭২ লাখ টাকার আর্থিক অনিয়ম ও আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কলেজের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন কলেজের সাবেক অধ্যক্ষ বেলাল উদ্দিন, প্রধান হিসাবরক্ষক নাজমুল হুদা রাসেল এবং অর্থনীতি বিভাগের প্রধান মো. আনিসুর রহমান। অভিযোগ অনুযায়ী, তারা দায়িত্বে থাকাকালীন বিভিন্ন খাতে সরকারি বরাদ্দ ও শিক্ষার্থীদের কাছ থেকে সংগৃহীত ফি’র অর্থের বড় একটি অংশ আত্মসাৎ করেন।

এ ঘটনায় প্রতিবাদ জানাতে ১৬ অক্টোবর দুপুরে কলেজ ক্যাম্পাসে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা বিক্ষোভ করেন। বিক্ষুব্ধরা একপর্যায়ে সাবেক অধ্যক্ষ বেলাল উদ্দিনকে তাঁর কক্ষে তালাবদ্ধ করে রাখেন।

বর্তমান অধ্যক্ষ শিশির কুমার রায় বলেন, “আমি কলেজে যোগদানের আগে প্রায় দুই বছর তিনি (বেলাল উদ্দিন) ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। ওই সময়ে কলেজের আর্থিক লেনদেনে অনিয়ম ও দুর্নীতির বহু প্রমাণ পাওয়া গেছে। কয়েকজন কর্মকর্তার সহযোগিতায় প্রায় কোটি টাকার অনিয়ম হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।”

ঘটনা জানাজানি হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রদীপ্ত রায় দীপন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন,“আগামী মঙ্গলবার (২১ অক্টোবর) আমরা অভিযুক্তদের সঙ্গে বৈঠকে বসবো। যদি অভ্যন্তরীণভাবে সমাধান না হয়, তবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এই ঘটনার পর থেকে কলেজ শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় সুশীল সমাজের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানে যদি এমন অনিয়ম ও দুর্নীতি চলে, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম কীভাবে সৎ ও নৈতিক শিক্ষা পাবে?

অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় সচেতন নাগরিকরা।

Scroll to Top