মিলন, কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসা উপজেলায় অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে খোকসা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে খোকসা কালীবাড়ী ময়েন মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—পাংশা মাছপাড়া ইউনিয়নের কফিল উদ্দিন আহমেদের ছেলে মোহাম্মদ জাহাঙ্গীর আলম (৩৬) এবং পাংশার মেঘনা খামারপাড়া এলাকার এক তরুণী (২১)।
পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে খোকসা থানার নন-এফআইআর প্রসিকিউশন নং-১৫, তারিখ-০৬/০৯/২০২৫ খ্রিঃ, দণ্ডবিধির ২৯০ ধারায় মামলা রুজু করা হয়েছে। পরে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।